০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

আধা ঘণ্টা অবরোধ শেষে সড়কের অবস্থান ছাড়ল ঢাকা কলেজ শিক্ষার্থীরা

  • আপডেট: ০১:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ১৮০২১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ইন্টারমিডিয়েট বহালের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে প্রায় আধা ঘণ্টার অবরোধ শেষে অবস্থান ছেড়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০ টা থেকে সাইন্সল্যাব অবরোধ করে। পরে দাবি জানিয়ে সাড়ে ১০টা নাগাদ সড়ক ছেড়ে চলে যান আন্দোলনকারীরা। নিউমার্কেট জোনের এসি ট্রাফিক তোয়াহা ইয়াসীন হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তোয়াহা ইয়াসীন হোসেন বলেন, সাতকলেজ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হলে ইন্টারমিডিয়েট বাতিল হতে পারে এই শঙ্কায় তারা ইন্টারমিডিয়েট বহালের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করেছিল। প্রায় আধা ঘণ্টা অবস্থান তারা চলে গেছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

ঢাকা কলেজের এক শিক্ষার্থীরা বলেন, ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষায় আমাদের আন্দোলন। এই কলেজ যেভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। যে খসড়াটা (সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়) প্রকাশ হয়েছে সেটা আমরা দেখেছি, আমরা পর্যালোচনা করেছি। ঢাকা কলেজের ১৮৪ বছরের ইতিহাস। সেই ইতিহাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাক্তিবর্গ আছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছি, আইনজীবীদের সাথে কথা বলেছি। তারা বলেছে এই অধ্যাদেশে যদি বিশ্ববিদ্যালয় হয়, এখন ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট যেভাবে আছে হয়তো ৫ বছর, ১০ বছর পরেও সেটা থাকবে। কিন্তু ভবিষ্যতে এই জিনিসটা থাকবে না। ঢাকা কলেজের ঐতিহ্য যেভাবে ইন্টারমিডিয়েট দিয়ে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত ইন্টারমিডিয়েট দিয়েই শেষ হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের একটাই চাওয়ার জায়গা। একটা বলয় বলার চেষ্টা করতেছে এই ধরণের বিশ্ববিদ্যালয় মডেল দিয়ে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট বিলীন করে দেবার। আমরা সেটা ভাঙতে চাই। আমরা ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট বিলীন হতে দিব না।

তিনি বলেন, আমাদের ইন্টারমিডিয়েটের অস্তিত্ব আছে, থাকবে। কিন্তু যারা এই মডেলের বিশ্ববিদ্যালয় চাইছে, তাদের জায়গা থেকে তারা চাইতেই পারেন। কিন্তু এই মডেলের বিশ্ববিদ্যালয়ের ঠিকানা ঢাকা কলেজে হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আধা ঘণ্টা অবরোধ শেষে সড়কের অবস্থান ছাড়ল ঢাকা কলেজ শিক্ষার্থীরা

আপডেট: ০১:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ইন্টারমিডিয়েট বহালের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে প্রায় আধা ঘণ্টার অবরোধ শেষে অবস্থান ছেড়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০ টা থেকে সাইন্সল্যাব অবরোধ করে। পরে দাবি জানিয়ে সাড়ে ১০টা নাগাদ সড়ক ছেড়ে চলে যান আন্দোলনকারীরা। নিউমার্কেট জোনের এসি ট্রাফিক তোয়াহা ইয়াসীন হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তোয়াহা ইয়াসীন হোসেন বলেন, সাতকলেজ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হলে ইন্টারমিডিয়েট বাতিল হতে পারে এই শঙ্কায় তারা ইন্টারমিডিয়েট বহালের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করেছিল। প্রায় আধা ঘণ্টা অবস্থান তারা চলে গেছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

ঢাকা কলেজের এক শিক্ষার্থীরা বলেন, ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষায় আমাদের আন্দোলন। এই কলেজ যেভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। যে খসড়াটা (সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়) প্রকাশ হয়েছে সেটা আমরা দেখেছি, আমরা পর্যালোচনা করেছি। ঢাকা কলেজের ১৮৪ বছরের ইতিহাস। সেই ইতিহাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাক্তিবর্গ আছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছি, আইনজীবীদের সাথে কথা বলেছি। তারা বলেছে এই অধ্যাদেশে যদি বিশ্ববিদ্যালয় হয়, এখন ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট যেভাবে আছে হয়তো ৫ বছর, ১০ বছর পরেও সেটা থাকবে। কিন্তু ভবিষ্যতে এই জিনিসটা থাকবে না। ঢাকা কলেজের ঐতিহ্য যেভাবে ইন্টারমিডিয়েট দিয়ে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত ইন্টারমিডিয়েট দিয়েই শেষ হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের একটাই চাওয়ার জায়গা। একটা বলয় বলার চেষ্টা করতেছে এই ধরণের বিশ্ববিদ্যালয় মডেল দিয়ে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট বিলীন করে দেবার। আমরা সেটা ভাঙতে চাই। আমরা ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট বিলীন হতে দিব না।

তিনি বলেন, আমাদের ইন্টারমিডিয়েটের অস্তিত্ব আছে, থাকবে। কিন্তু যারা এই মডেলের বিশ্ববিদ্যালয় চাইছে, তাদের জায়গা থেকে তারা চাইতেই পারেন। কিন্তু এই মডেলের বিশ্ববিদ্যালয়ের ঠিকানা ঢাকা কলেজে হবে না।