শাহআলীতে ফ্ল্যাটে চুরি: চুরি যাওয়া স্বর্ণ ও রুপা উদ্ধার
- আপডেট: ০৪:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১৮০১৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শাহআলীর একটি ফ্ল্যাটে সংঘটিত চুরির ঘটনায় স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করেছে থানা পুলিশ। এই ঘটনায় নাসির নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার(১৫ অক্টোবর) দুপুরে শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান,নাসিরের বিরুদ্ধে দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এর আগেও একই অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। আমরা তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।
জানা গেছে, গত ১২ অক্টোবর বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে অজ্ঞাতনামা চোর দল শাহআলীর একটি বাসার প্রধান দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল ৭ ভরি ৪ আনা ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার এবং ৪ ভরি ৮ আনা ওজনের রুপার অলংকার।
ভুক্তভোগী শাকিলুর ইসলাম এই ঘটনায় শাহআলী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। মামলার তদন্তকারী দল ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং প্রযুক্তির সহায়তায় ১৪ অক্টোবর সন্ধ্যায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাসিরকে গ্রেফতার করে। পরে তার হেফাজত থেকে চুরি যাওয়া সমস্ত স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়।
নাসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





















