পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপির অঙ্গীকার: মহাপরিচালক
- আপডেট: ০৯:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১৮০২৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও টেকসই পরিবেশ গঠনে আনসার-ভিডিপি বাহিনী অবিচলভাবে কাজ করছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে বাহিনীর কার্যক্রম পরিদর্শনকালে তিনি সদস্যদের পেশাগত দক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান।
বান্দরবানের সুয়ালক আনসার ব্যাটালিয়ন (১০ বিএন)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ১৯৭৬ সালের পূর্বকাল থেকেই আনসার বাহিনী মাতৃভূমির স্বার্থে নিবিড় সমন্বয়ে দায়িত্ব পালন করে আসছে। পরে পরিচ্ছন্ন বাংলাদেশ,সবুজ বাংলাদেশ প্রতিপাদ্যে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।
রুমা আনসার ব্যাটালিয়ন (১৬ এবিএন) পরিদর্শনকালে মহাপরিচালক বলেন,দেশের সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখতে আনসার সদস্যদের পেশাগত উৎকর্ষ অর্জন জরুরি।
তিনি আরও বলেন,বাহিনীর সক্রিয় ভূমিকা পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সফরকালে উপমহাপরিচালক (অপারেশন্স) মো. সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক (চট্টগ্রাম রেঞ্জ) ড. সাইফুর রহমানসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















