১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

শৃঙ্খলা ও সামাজিক আন্দোলনে সম্ভাবনাময় বাংলাদেশ গড়ছে আনসার-ভিডিপি: মহাপরিচালক

  • আপডেট: ০৮:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ১৮০২৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, শৃঙ্খলা ও সামাজিক আন্দোলনের সমন্বয়ের মাধ্যমে একটি সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলার কাজ করছে আনসার-ভিডিপি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় অনুষ্ঠিত গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৫–২৬ (দ্বিতীয় ধাপ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মহাপরিচালক বলেন,আনসার-ভিডিপির প্রশিক্ষণের মূল ভিত্তি হলো শৃঙ্খলা। সুশৃঙ্খল সমাজেই সমৃদ্ধি ও সম্ভাবনার বিকাশ ঘটে। প্রশিক্ষিত ভিডিপি সদস্যরাই সমাজ পরিবর্তনের অগ্রদূত হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন,সমাজে অনিয়ম,অপচর্চা ও দুর্নীতি দূরীকরণে ইতিবাচক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ক্ষুদ্র উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমেই কর্মমুখী ও নৈতিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

‘সামাজিক চুক্তি’ ধারণাকে সমাজ বিনির্মাণের অন্যতম প্রভাবক হিসেবে উল্লেখ করে মহাপরিচালক বলেন,আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে সামাজিক চুক্তির চেতনা জাগ্রত করতে হবে, যাতে তৃণমূল পর্যায়ের সদস্যরা সমাজের অসংগতি দূরীকরণে ভূমিকা রাখতে পারে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন,এই প্রশিক্ষণে অর্জিত শৃঙ্খলা ও নৈতিক জীবনাচারের প্রভাব তোমরা সমাজে ছড়িয়ে দাও। এর মাধ্যমে বাংলাদেশ একটি আদর্শভিত্তিক, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে বিশ্বে দৃঢ় অবস্থান তৈরি করবে।

সফরকালে উপমহাপরিচালক (অপারেশন্স) মো.সাইফুল্লাহ রাসেল,উপমহাপরিচালক (চট্টগ্রাম রেঞ্জ) ড.মো.সাইফুর রহমান,জেলা কমান্ড্যান্ট (চট্টগ্রাম) আবু সোলায়মানসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শৃঙ্খলা ও সামাজিক আন্দোলনে সম্ভাবনাময় বাংলাদেশ গড়ছে আনসার-ভিডিপি: মহাপরিচালক

আপডেট: ০৮:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, শৃঙ্খলা ও সামাজিক আন্দোলনের সমন্বয়ের মাধ্যমে একটি সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলার কাজ করছে আনসার-ভিডিপি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় অনুষ্ঠিত গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৫–২৬ (দ্বিতীয় ধাপ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মহাপরিচালক বলেন,আনসার-ভিডিপির প্রশিক্ষণের মূল ভিত্তি হলো শৃঙ্খলা। সুশৃঙ্খল সমাজেই সমৃদ্ধি ও সম্ভাবনার বিকাশ ঘটে। প্রশিক্ষিত ভিডিপি সদস্যরাই সমাজ পরিবর্তনের অগ্রদূত হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন,সমাজে অনিয়ম,অপচর্চা ও দুর্নীতি দূরীকরণে ইতিবাচক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ক্ষুদ্র উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমেই কর্মমুখী ও নৈতিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

‘সামাজিক চুক্তি’ ধারণাকে সমাজ বিনির্মাণের অন্যতম প্রভাবক হিসেবে উল্লেখ করে মহাপরিচালক বলেন,আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে সামাজিক চুক্তির চেতনা জাগ্রত করতে হবে, যাতে তৃণমূল পর্যায়ের সদস্যরা সমাজের অসংগতি দূরীকরণে ভূমিকা রাখতে পারে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন,এই প্রশিক্ষণে অর্জিত শৃঙ্খলা ও নৈতিক জীবনাচারের প্রভাব তোমরা সমাজে ছড়িয়ে দাও। এর মাধ্যমে বাংলাদেশ একটি আদর্শভিত্তিক, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে বিশ্বে দৃঢ় অবস্থান তৈরি করবে।

সফরকালে উপমহাপরিচালক (অপারেশন্স) মো.সাইফুল্লাহ রাসেল,উপমহাপরিচালক (চট্টগ্রাম রেঞ্জ) ড.মো.সাইফুর রহমান,জেলা কমান্ড্যান্ট (চট্টগ্রাম) আবু সোলায়মানসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।