মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ১৮
- আপডেট: ০৭:৫৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলো,সাকিবুল (২০),খায়রুল ইসলাম (২১), মোশাররফ (২১),মিজান (২৪),কামাল (৩০),জিসান (২২),ফারুন (২৩),রাশেদুল (৩৮),রায়হান (১৯),মামুন (২১),রাজিব রতন (১৮),টিপু (২৯),সালমান (২৭),সানি (২৬),আসিফ (২৫),আইচান ওরফে আহসান (৩০),
আসাদুল হক (২৫) ও শামীম (৪২)। এদের মধ্যে অন্যান্য মামলায় ১ জন,মাদক মামলায় ১ জন,পরোয়ানায় ৫ জন, ডিএমপি ভুক্ত ১১ জন।
গ্রেফতারকালে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
ডিসি মো.ইবনে মিজান বলেন,বৃহত্তর (১৬ অক্টোবর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















