০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ১৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

  • আপডেট: ০৮:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ১৮০১১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার দুটি ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে ১৫ কোটি ১৭ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে।

রবিবার (১৯ অক্টোবর) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করে ২৫ বিজিবি ব্যাটালিয়ন ও ৬০ বিজিবি ব্যাটালিয়ন।

বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ২৫ বিজিবির বিশেষ অভিযানে ১৫ হাজার ১৯২টি মোবাইল ফোনের ডিসপ্লে ও ১০৭টি কম্বলসহ বিপুল পরিমাণ বিদেশি পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

লে. কর্নেল জাব্বার আহম্মেদ আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো চোরাচালান, নাশকতা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। গত এক বছরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে প্রায় ১৪০ কোটি টাকার বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি।

এদিকে, একই দিনে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে।

এগুলোর মধ্যে রয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং ১ কোটি ৪ লাখ টাকা মূল্যের উন্নত মানের শাড়ি, খাদ্য সামগ্রী ও আতশবাজি।

৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ১৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৮:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার দুটি ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে ১৫ কোটি ১৭ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে।

রবিবার (১৯ অক্টোবর) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করে ২৫ বিজিবি ব্যাটালিয়ন ও ৬০ বিজিবি ব্যাটালিয়ন।

বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ২৫ বিজিবির বিশেষ অভিযানে ১৫ হাজার ১৯২টি মোবাইল ফোনের ডিসপ্লে ও ১০৭টি কম্বলসহ বিপুল পরিমাণ বিদেশি পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

লে. কর্নেল জাব্বার আহম্মেদ আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো চোরাচালান, নাশকতা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। গত এক বছরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে প্রায় ১৪০ কোটি টাকার বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি।

এদিকে, একই দিনে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে।

এগুলোর মধ্যে রয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং ১ কোটি ৪ লাখ টাকা মূল্যের উন্নত মানের শাড়ি, খাদ্য সামগ্রী ও আতশবাজি।

৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।