০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জন গ্রেফতার

  • আপডেট: ০৩:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জন গ্রেফতার।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,মো.সোহাগ (২০),মো.শুভ (২০), সাকিবুল ইসলাম (১৬),মো.জাকিরুল ইসলাম (৩৮), মো.আরাফাত (১৯),মো.দিপু (২৫),মো.জাফর ( বয়স উল্লেখ নাই),মো.হারুন (বয়স উল্লেখ নাই),জাবেদ ( বয়স উল্লেখ নাই),মো.আবু তাহের ( বয়স উল্লেখ নাই),মো. আরিফুল ইসলাম (বয়স উল্লেখ নাই),মো.আরমান ওরফে ইমন (২২),মো.মানিক হোসেন উরফে শাওন (বয়স উল্লেখ নাই),মো.সাকিবুল ইসলাম (বয়স উল্লেখ নাই),মো.আক্তার হোসেন (২৫)। এদের মধ্যে মাদকদ্রব্য ২ জন,দস্যুতা মামলায় ৪ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১জন,পরোয়ানা ৪ জন,ডিএমপি ভুক্ত ৪ জন।

এসময় তাদের কাছ থেকে ৫০০পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট,১কি কালো রঙের TVS RTR APACE মোটরসাইকেল,১একটি সুইচ গিয়ার (টিপ ছোরা),১কি বাদামি রঙের কাঠের বাটযুক্ত স্টিলের ধারালো সামুরাই,১টি পুরাতন iphone,১টি স্টিলের হাতল যুক্ত ধারালো সামুরাই,১টিপুরাতন vivo অ্যান্ড্রয়েড মোবাইল,১টি villAon v112 বাটন মোবাইল উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,শনিবার (৮ নভেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জন গ্রেফতার

আপডেট: ০৩:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জন গ্রেফতার।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,মো.সোহাগ (২০),মো.শুভ (২০), সাকিবুল ইসলাম (১৬),মো.জাকিরুল ইসলাম (৩৮), মো.আরাফাত (১৯),মো.দিপু (২৫),মো.জাফর ( বয়স উল্লেখ নাই),মো.হারুন (বয়স উল্লেখ নাই),জাবেদ ( বয়স উল্লেখ নাই),মো.আবু তাহের ( বয়স উল্লেখ নাই),মো. আরিফুল ইসলাম (বয়স উল্লেখ নাই),মো.আরমান ওরফে ইমন (২২),মো.মানিক হোসেন উরফে শাওন (বয়স উল্লেখ নাই),মো.সাকিবুল ইসলাম (বয়স উল্লেখ নাই),মো.আক্তার হোসেন (২৫)। এদের মধ্যে মাদকদ্রব্য ২ জন,দস্যুতা মামলায় ৪ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১জন,পরোয়ানা ৪ জন,ডিএমপি ভুক্ত ৪ জন।

এসময় তাদের কাছ থেকে ৫০০পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট,১কি কালো রঙের TVS RTR APACE মোটরসাইকেল,১একটি সুইচ গিয়ার (টিপ ছোরা),১কি বাদামি রঙের কাঠের বাটযুক্ত স্টিলের ধারালো সামুরাই,১টি পুরাতন iphone,১টি স্টিলের হাতল যুক্ত ধারালো সামুরাই,১টিপুরাতন vivo অ্যান্ড্রয়েড মোবাইল,১টি villAon v112 বাটন মোবাইল উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,শনিবার (৮ নভেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।