রাঙামাটিতে নারী–শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে কোতোয়ালি থানা পুলিশ, ১ মাসে গ্রেফতার ১২০
- আপডেট: ১১:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
পর্যটন নগরী রাঙামাটিতে সামাজিক অপরাধ দমনে চোখে পড়ার মতো সাফল্য অর্জন করেছে কোতয়ালী থানা পুলিশ। নারী ও শিশু নির্যাতন,মাদক কারবার, অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অপরাধে এক মাসের বিশেষ অভিযানে ১২০ জনকে গ্রেফতার করেছে তারা। কোতয়ালী থানার কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযানে শহরে অপরাধ দমনে তৈরি হয়েছে দৃশ্যমান পরিবর্তন।
থানা সূত্রে জানা গেছে,গত এক মাসে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬৩ জনকে। এছাড়া নিয়মিত মামলায় ২১ জন,ওয়ারেন্ট তামিলে ১৩ জন, সাজাপ্রাপ্ত ৪ জন,নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জনসহ মোট গ্রেফতার ১২০।
এ সময় নারী ও শিশু নির্যাতন মামলা ৩টি,বিশেষ ক্ষমতা আইনে ২টি,মাদক মামলা ৫টি এবং অন্যান্য অভিযোগে ৫টিসহ মোট ১৫টি মামলা রুজু হয়েছে। এক মাসে ৬৬টি ওয়ারেন্ট নিষ্পত্তি ও ২৫টি মামলা নিষ্পত্তি করেছে কোতয়ালী থানা।
পাশাপাশি অভিযান চলাকালে অবৈধ বিদেশি সিগারেট পাচারে ব্যবহৃত ২টি অটোরিকশা,১২৩ বক্স বিদেশি সিগারেট,১১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন,“নারী ও শিশু নির্যাতন,মাদকসহ যেকোনো অপরাধের বিরুদ্ধেই আমাদের জিরো টলারেন্স। পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের নির্দেশনায় রাঙামাটিকে একটি নিরাপদ পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন,“স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা অনেক সাফল্য পেয়েছি। ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।”
আইনশৃঙ্খলা রক্ষায় কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না উল্লেখ করে ওসি বলেন,“পর্যটন নগরী রাঙামাটিকে নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে এবং অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দিতে হবে। তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।”




















