১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের শ্রদ্ধা

  • আপডেট: ০৩:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

আজ মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। জাতির শৌর্যবীর্য,আত্মত্যাগ ও বীরত্বের গৌরবোজ্জ্বল এই দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে স্মৃতিসৌধে গার্ড অব অনার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ্ মো.আব্দুর রউফ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম,শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে। মহান বিজয় দিবসে এটাই তাদের অঙ্গীকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের শ্রদ্ধা

আপডেট: ০৩:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

আজ মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। জাতির শৌর্যবীর্য,আত্মত্যাগ ও বীরত্বের গৌরবোজ্জ্বল এই দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে স্মৃতিসৌধে গার্ড অব অনার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ্ মো.আব্দুর রউফ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম,শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে। মহান বিজয় দিবসে এটাই তাদের অঙ্গীকার।