ভালো কাজের স্বীকৃতি পেলেন ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা

- আপডেট: ০৮:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছিনতাইকারী আটক,প্রতারক চক্র গ্রেফতারসহ নানাবিধ দায়িত্বশীল ও পেশাদারিত্বপূর্ণ কার্যক্রমের সফল বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) ট্রাফিক মিরপুর বিভাগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী-এর পক্ষ থেকে প্রেরিত সম্মাননা পুরস্কার সদস্যদের হাতে তুলে দেন ডিসি ট্রাফিক মিরপুর,গৌতম কুমার বিশ্বাস।
পেশাদারিত্ব, সততা এবং কর্তব্যপরায়ণতা—এই তিন গুণের ভিত্তিতে দেওয়া এই পুরস্কার শুধু একটি আনুষ্ঠানিক স্বীকৃতি নয়, বরং এটি দায়িত্বশীলতার প্রতীক এবং ভবিষ্যতের পথচলার জন্য অনুপ্রেরণা।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে উপস্থিত সদস্যরা জানান, এ ধরনের স্বীকৃতি কাজের প্রতি উৎসাহ আরও বাড়িয়ে দেয় এবং নাগরিক সেবায় নিজেদের নিবেদিত রাখতে শক্তি যোগায়।
“নিরাপদ সড়কের অঙ্গীকারে নিরলস পথচলা”—এই মূলনীতিকে সামনে রেখেই কাজ করে চলেছে ট্রাফিক মিরপুর বিভাগ।