০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ১৭

সোনালী খবর
সোনালী খবর
  • আপডেট: ০২:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলো, আদনান (২২), সৈয়দ আরিফ মো. রুমী (৬০), শাহীন (৫০), আরিফ (২২), ইমন (২৪), নাজমুল (২২), শাহ আলম (৭৫), মুন্না ওরফে পিচ্চি মুন্না (২১), সুজন মোল্লা রাকিব (২৫), হাসান (২২)। পাটালি গ্রুপের প্রধান আলমগীর ব্যাপারী ফর্মা আলমগীর (৩৭) (পাটালি), ফরহাদ (২২)(পাটালি), রফিকুল ইসলাম রফিক (২২), পান্না হাওলাদার (৩০), রাশেদ (৩০), সাহাদ (২২) ও শিশির (২৪)।

শুক্রবার (১ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মেহেদী হাসান বলেন,বৃহস্পতিবার (৩১ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্ট ভুক্ত ২ জন, মাদক মামলায় ৪ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ৩ জন, আলআমিন খুন ১ জন, মামলায় পাটালি গ্রুপ ৪ জন
ডিএমপি আইনে ১ জন।

গ্রেফতারের তার কাছ থেকে ৩ বোতল ফেন্সিডিল, কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ১৭

আপডেট: ০২:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলো, আদনান (২২), সৈয়দ আরিফ মো. রুমী (৬০), শাহীন (৫০), আরিফ (২২), ইমন (২৪), নাজমুল (২২), শাহ আলম (৭৫), মুন্না ওরফে পিচ্চি মুন্না (২১), সুজন মোল্লা রাকিব (২৫), হাসান (২২)। পাটালি গ্রুপের প্রধান আলমগীর ব্যাপারী ফর্মা আলমগীর (৩৭) (পাটালি), ফরহাদ (২২)(পাটালি), রফিকুল ইসলাম রফিক (২২), পান্না হাওলাদার (৩০), রাশেদ (৩০), সাহাদ (২২) ও শিশির (২৪)।

শুক্রবার (১ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মেহেদী হাসান বলেন,বৃহস্পতিবার (৩১ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্ট ভুক্ত ২ জন, মাদক মামলায় ৪ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ৩ জন, আলআমিন খুন ১ জন, মামলায় পাটালি গ্রুপ ৪ জন
ডিএমপি আইনে ১ জন।

গ্রেফতারের তার কাছ থেকে ৩ বোতল ফেন্সিডিল, কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।