সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর লিপিসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেফতার

- আপডেট: ১২:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৪ আগস্ট) সকালে ডিএমপির উপ-কমিশনার মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি) সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা সংক্রান্ত অভিযোগ রয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাত ও রবিবার অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করে ডিবি।