নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি:বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ
- আপডেট: ০৫:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১৮০৩২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ৫১ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার(৯ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার( ৯ আগস্ট) সকাল ৭ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ট্রাক তল্লাশি করে প্রায় ৫০ লক্ষ ৮৩ হাজার ৪ শত ৭২ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স এবং ১২ সিএফটি বালুসহ ট্রাক, ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।





















