১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

ট্রেনের ছাঁদে টিকটক:ছিনতাইকারীর পাল্লায় ফোন খোয়ালেন চাইনিজ নাগরিক,স্টেশনে বসে হাহাকার

  • আপডেট: ০৯:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে লোকাল ট্রেনের ছাঁদে চেপে টিকটক ভিডিও তৈরি করতে-করতে বিমানবন্দর রেলস্টেশনে যাচ্ছিলেন বিদেশি এক নাগরিক। গন্তব্য ছিল বিমানবন্দর থেকে ফ্লাইট ধরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। কিন্তু বিপত্তি ঘটে মাঝ পথে। কমলাপুর থেকে বিমানবন্দর পৌঁছানোর আগেই ছিনতাইকারীর কবলে মোবাইল ও ব্যাগ খুইয়ে ফেলেন। বিমানে ওঠার আগ মুহুর্তে সবকিছু হারিয়ে স্টেশনে বসে হাহাকার করতে থাকেন তিনি।

গতকাল শনিবার (০৯আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ৯ সেকেন্ডের একটি শর্ট ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়,স্টেশনে একটি ট্রেন থেমে আছে। ট্রেনটির ছাঁদে বেশ কিছু মানুষ থাকতে দেখা যায়। এছাড়াও স্টেশনে বসে একজন বিদেশি নাগরিককে ট্রেনের ছাঁদের যাত্রীদের উদ্দেশ্যে হাহাকার করতে দেখা গেছে। এসময় বিদেশি ওই নাগরিকের আশেপাশে বেশ কিছু ট্রেনের যাত্রীদের দাড়িয়ে থাকতে দেখা গেছে।

এদিকে রবিবার (১০ আগস্ট)রাতে ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আনোয়ার হোসেন বলেন,চাইনিজ নাগরিকের একটা ব্যাগ আর মোবাইল নিয়ে গেছে। উনি কমলাপুর থেকে লোকাল একটা ট্রেনের ছাঁদে করে বিমানবন্দর আসতেছিল। টিকটক আর ব্লগিং ভিডিও করেতে করতে আসতেছিল। পরে টোকায় ছিনতাইকারী ছাঁদ থেকে তার মোবাইলটা আর ব্যাগটা নিয়ে যায়।

মামলা বা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জিডি বা মামলা কিছুই করলো না। শ্রীলঙ্কায় চলে গেছে। আমরা মামলা করার কথা বললে,মামলা করবে না বলল। বললো আমার ফ্লাইট আছে আমি চলে যাবো।

ঘটনার লিংক:- https://www.facebook.com/share/v/19TPaxAWY6/

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ট্রেনের ছাঁদে টিকটক:ছিনতাইকারীর পাল্লায় ফোন খোয়ালেন চাইনিজ নাগরিক,স্টেশনে বসে হাহাকার

আপডেট: ০৯:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে লোকাল ট্রেনের ছাঁদে চেপে টিকটক ভিডিও তৈরি করতে-করতে বিমানবন্দর রেলস্টেশনে যাচ্ছিলেন বিদেশি এক নাগরিক। গন্তব্য ছিল বিমানবন্দর থেকে ফ্লাইট ধরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। কিন্তু বিপত্তি ঘটে মাঝ পথে। কমলাপুর থেকে বিমানবন্দর পৌঁছানোর আগেই ছিনতাইকারীর কবলে মোবাইল ও ব্যাগ খুইয়ে ফেলেন। বিমানে ওঠার আগ মুহুর্তে সবকিছু হারিয়ে স্টেশনে বসে হাহাকার করতে থাকেন তিনি।

গতকাল শনিবার (০৯আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ৯ সেকেন্ডের একটি শর্ট ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়,স্টেশনে একটি ট্রেন থেমে আছে। ট্রেনটির ছাঁদে বেশ কিছু মানুষ থাকতে দেখা যায়। এছাড়াও স্টেশনে বসে একজন বিদেশি নাগরিককে ট্রেনের ছাঁদের যাত্রীদের উদ্দেশ্যে হাহাকার করতে দেখা গেছে। এসময় বিদেশি ওই নাগরিকের আশেপাশে বেশ কিছু ট্রেনের যাত্রীদের দাড়িয়ে থাকতে দেখা গেছে।

এদিকে রবিবার (১০ আগস্ট)রাতে ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আনোয়ার হোসেন বলেন,চাইনিজ নাগরিকের একটা ব্যাগ আর মোবাইল নিয়ে গেছে। উনি কমলাপুর থেকে লোকাল একটা ট্রেনের ছাঁদে করে বিমানবন্দর আসতেছিল। টিকটক আর ব্লগিং ভিডিও করেতে করতে আসতেছিল। পরে টোকায় ছিনতাইকারী ছাঁদ থেকে তার মোবাইলটা আর ব্যাগটা নিয়ে যায়।

মামলা বা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জিডি বা মামলা কিছুই করলো না। শ্রীলঙ্কায় চলে গেছে। আমরা মামলা করার কথা বললে,মামলা করবে না বলল। বললো আমার ফ্লাইট আছে আমি চলে যাবো।

ঘটনার লিংক:- https://www.facebook.com/share/v/19TPaxAWY6/