১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

মৌচাকে প্রাইভেট কারে দুইজনের মরদেহ উদ্ধার, যা জানা গেল

  • আপডেট: ০৫:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ১৮০১৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে দুপুর ১২টার দিকে একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুইজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন গাড়িচালক নিজাম ও জাকির।

একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়েছিল, আরেকটি গাড়ির পেছনের সিটে পড়েছিল। মরদেহ দুটির মুখ ও মাথা থেঁতলানো, শরীরের বাকি অংশ অক্ষত। ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।

ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, বেজমেন্টে পার্কিয়ের একটি প্রাইভেট কারে মরদেহ দুটি পাওয়া যায়। ড্রাইভারের সিটে একজন পাশে আরেকজন। মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে। সিসিটিভি পর্যালোচনা করা হয়েছে। ৫.৩৫ এ গাড়িটি আসে। তাদের রিলেটিভ এখানে ভর্তি আছে। তদন্তের ব্যাপার, বেজমেন্টে সাফোকেশন থাকে, প্রচণ্ড গরম। গরমের কারণে মরদেহ পচে গেছে।

মরদেহ দুটি সম্পর্কে জানানো হয়, প্রথমে ১১টা ৫০-এর দিকে খবর আসে। গাড়িটি গতকাল রবিবার ভোরে ৫.৩০ এর দিকে এসেছিলো। গাড়ির মডেল টয়োটা ফিল্ডার এক্স গাড়ির চালক নিজাম ও জাকির। গাড়ির মালিক জোবায়ের আহমেদ সৌরভ। নিজাম হলো ড্রাইভার জাকিরের চাচাতো ভাই।

ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডির ফরেনসিক দল পৌঁছেছে। তারা সেখান থেকে আলামত সংগ্রহ করছে। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মৌচাকে প্রাইভেট কারে দুইজনের মরদেহ উদ্ধার, যা জানা গেল

আপডেট: ০৫:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে দুপুর ১২টার দিকে একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুইজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন গাড়িচালক নিজাম ও জাকির।

একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়েছিল, আরেকটি গাড়ির পেছনের সিটে পড়েছিল। মরদেহ দুটির মুখ ও মাথা থেঁতলানো, শরীরের বাকি অংশ অক্ষত। ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।

ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, বেজমেন্টে পার্কিয়ের একটি প্রাইভেট কারে মরদেহ দুটি পাওয়া যায়। ড্রাইভারের সিটে একজন পাশে আরেকজন। মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে। সিসিটিভি পর্যালোচনা করা হয়েছে। ৫.৩৫ এ গাড়িটি আসে। তাদের রিলেটিভ এখানে ভর্তি আছে। তদন্তের ব্যাপার, বেজমেন্টে সাফোকেশন থাকে, প্রচণ্ড গরম। গরমের কারণে মরদেহ পচে গেছে।

মরদেহ দুটি সম্পর্কে জানানো হয়, প্রথমে ১১টা ৫০-এর দিকে খবর আসে। গাড়িটি গতকাল রবিবার ভোরে ৫.৩০ এর দিকে এসেছিলো। গাড়ির মডেল টয়োটা ফিল্ডার এক্স গাড়ির চালক নিজাম ও জাকির। গাড়ির মালিক জোবায়ের আহমেদ সৌরভ। নিজাম হলো ড্রাইভার জাকিরের চাচাতো ভাই।

ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডির ফরেনসিক দল পৌঁছেছে। তারা সেখান থেকে আলামত সংগ্রহ করছে। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নেওয়া হবে।