আদাবরে চাপাতি ধরে সাংবাদিকের মোবাইল-মানিব্যাগ ছিনতাই
																
								
							
                                - আপডেট: ০৬:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
 - / ১৮০২৩
 
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর আদাবর এলাকা থেকে চাপাতি ধরে কাউসার আলী নামের এক গণমাধ্যমকর্মীর মোবাইল মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (১২আগস্ট) ভোর ৬টা ৪ মিনিটে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক কাউসার।
কাউসার বলেন, আমি রাজশাহী এসেছি। রাজশাহী থেকে ট্রেনে কমলাপুর এসে নামি। পরে কমলাপুর থেকে একটা সিএনজি নিয়ে আদাবর শেখেরটেক তিন নম্বর রোডে চাচার বাসায় যাচ্ছিলাম। তখন ভোর ৬টা ৪ মিনিটে আমি আমার চাচার বাসার গেটে এসে সিএনজি থেকে নামি।
সিএনজি থেকে নেমে গেটের সামনে দাড়িয়ে দরজা নক করেছি, সাথে সাথে আমার পেছন থেকে দুজন রিকশা থেকে নেমে আমার মুখ চেপে ধরে চাপাতি ধরে। তারা ছিল ৪ জন। একজন রিকশায় বসেছিল। আরেকজন চালক আর বাকী দুইজন আমাকে ধরছে।
তিনি বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে বলে যা আছে সব দেই, নাহলে কোপ দিয়ে দিবো। আমি ফোন দিতে চাইছিলাম না পরে জোর করে ছিনিয়ে নিল। পকেটে মানিব্যাগ ছিল আমি যখন মানিব্যাগ দিবো না বলেছি তখনই আমাকে কোপ দিতে গেছে। পরে জোর করে সব নিয়ে গেছে।
এ ঘটনায় আদাবর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এএসআই (নিরস্ত্র) মো.সাইফুল ইসলাম বলেন, চাপাতী দরে সাংবাদিকের মোবাইল মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনাটি ভোরবেলা ঘটেছে। আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ভোর বেলা হওয়ার কারনে সবাই ঘুমিয়েছিল আমরা সিসিটিভির ফুটেজ কালেক্ট করতে পারিনাই। ভুক্তভোগীকে বলেছি সে আমাদের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দিবে। আমি একটা মামলার সাক্ষ্য দিতে ঢাকার বাইরে চলে এসেছি। ভুক্তভোগী ফুটেজ দিলেই আমরা সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নিবো।
																			
																		




















