ডিএমপির ৫০ থানায় অনলাইনে জিডি সেবা চালু

- আপডেট: ০৯:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানায় শুরু হয়েছে অনলাইনে জেনারেল ডায়েরি (জিডি) করার সুবিধা।
ইতিপূর্বে শুধুমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করা যেত। তবে এবার থেকে যেকোনো ধরনের জিডি ঘরে বসেই করা যাবে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে।
ডিএমপি জানিয়েছে,গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করে একবার নিবন্ধন করলেই এ সেবা গ্রহণ করা সম্ভব। এছাড়া ওয়েব পোর্টাল gd.police.gov.bd-এ গিয়েও একই প্রক্রিয়ায় আবেদন করা যাবে।
কিভাবে করবেন অনলাইন জিডি
১.অ্যাপ বা ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।
২.লগ ইন করে “নতুন জিডি আবেদন” অপশন নির্বাচন করুন।
৩.ঘটনার বিবরণ, স্থান, তারিখসহ তথ্য পূরণ করুন।
৪.ছবি বা প্রমাণপত্র থাকলে আপলোড করুন।
৫.তথ্য যাচাই শেষে “জমা দিন” এ ক্লিক করুন।
জমা দেওয়ার পর পোর্টালে লগ ইন করে জিডির সর্বশেষ অবস্থা জানা যাবে। প্রয়োজনে তদন্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও থাকবে।
ডিএমপি জানিয়েছে,এ সেবার জন্য কোনো ফি লাগবে না। তবে ঘটনার বিবরণ পরিষ্কারভাবে উল্লেখ করা ও সঠিক যোগাযোগের তথ্য দেওয়া বাধ্যতামূলক।
সংস্থাটি আশা করছে,এই সেবা চালুর ফলে নগরবাসী ঘরে বসেই দ্রুত ও সহজে পুলিশের সহযোগিতা পাবে