খিলগাঁওয়ে ভবনের ছাদে লুকানো পাম্প অ্যাকশন শর্টগান উদ্ধার
- আপডেট: ০১:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ১৮০৩০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর খিলগাঁও এলাকায় একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ১২ বোর পাম্প অ্যাকশন শর্টগান উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে খিলগাঁও থানা পুলিশের সদস্যরা অস্ত্রটি উদ্ধার করে।
মঙ্গলবার (১৯ আগস্ট) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দাউদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার রাতে বিশেষ টহলদানকালে এসআই (নি.) মো. রফিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স স্থানীয় এক বাসিন্দার দেওয়া তথ্যে মেরাদিয়া মধ্যপাড়ার ছয়তলা ভবনের ছাদে অভিযান চালায়। এসময় ওই ছাদের পূর্ব পাশের কাঠ রাখার কক্ষ থেকে শর্টগানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটির বাট নম্বর ৬৩৯৬। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
অস্ত্র উদ্ধারের পর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনেই তা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ বিষয়ে খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।





















