রাঙ্গামাটিতে লংগদু থানা ও বাঘাইছড়ি সার্কেল অফিস পরিদর্শনে পুলিশ সুপার ফরহাদ হোসেন
- আপডেট: ১১:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ১৮০৩২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন আজ শনিবার (১৮ অক্টোবর) লংগদু থানা ও বাঘাইছড়ি সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন।
পুলিশ সুপার থানায় পৌঁছালে তাঁকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মাহমুদুল হাসান এবং লংগদু থানার অফিসার ইনচার্জ মো.ফেরদৌস ওয়াহিদ আন্তরিকভাবে স্বাগত জানান। পরবর্তীতে থানার একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা ও সার্কেলের প্রশাসনিক কার্যক্রম,ফোর্সের কল্যাণ,শৃঙ্খলা ও দায়িত্ব পালনের মান উন্নয়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন রেজিস্টার পরিদর্শন করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান,লংগদু থানার অফিসার ইনচার্জ মো.ফেরদৌস ওয়াহিদসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।




















