০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

মানব পাচারকারীদের গোপন আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, নারী-শিশুসহ ৪৪ জন উদ্ধার

  • আপডেট: ০৬:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ১৮০০৯

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার(২৪ অক্টোবর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সূত্রে জানা যায়—সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক নারী ও শিশুকে টেকনাফের বাহারছড়ার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে। তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার মধ্যরাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ডের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ মোট ৪৪ জনকে উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়—একাধিক সংঘবদ্ধ মানবপাচার চক্র উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনযাপন, অল্প খরচে বিদেশ যাওয়া এবং বিনা অর্থে প্রেরণের প্রলোভন দেখিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকা ও রোহিঙ্গা শিবির থেকে মানুষ সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দি করে রেখেছিল।

তিনি বলেন, পাচারকারীরা বন্দিদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের শনাক্ত ও আটক করতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, “মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মানব পাচারকারীদের গোপন আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, নারী-শিশুসহ ৪৪ জন উদ্ধার

আপডেট: ০৬:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার(২৪ অক্টোবর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সূত্রে জানা যায়—সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক নারী ও শিশুকে টেকনাফের বাহারছড়ার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে। তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার মধ্যরাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ডের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ মোট ৪৪ জনকে উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়—একাধিক সংঘবদ্ধ মানবপাচার চক্র উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনযাপন, অল্প খরচে বিদেশ যাওয়া এবং বিনা অর্থে প্রেরণের প্রলোভন দেখিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকা ও রোহিঙ্গা শিবির থেকে মানুষ সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দি করে রেখেছিল।

তিনি বলেন, পাচারকারীরা বন্দিদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের শনাক্ত ও আটক করতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, “মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”