রাঙামাটিতে ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং প্রদান করলেন পুলিশ সুপার
- আপডেট: ০১:১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
রাঙামাটিতে আগামী ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান–২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাঙামাটি পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এ ব্রিফিং প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস. এম.ফরহাদ হোসেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ড.ফরহাদ হোসেন বলেন,দানোত্তম কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। এই আয়োজনকে সফল ও নিরাপদ করতে রাঙামাটি জেলা পুলিশের প্রতিটি সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের অনুষ্ঠানও হবে শান্তিপূর্ণ,সুশৃঙ্খল ও উদাহরণযোগ্য।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো.জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙামাটি জেলা পুলিশ ও এপিবিএন ইউনিটের কর্মকর্তা-ফোর্স সদস্যবৃন্দ।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান,আসন্ন দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে রাঙামাটি শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুষ্ঠান চলাকালে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।





















