শিরোনাম:
ইউএনও’র হস্তক্ষেপে বাউফলে বন্ধ করা হলো একটি বাল্যবিবাহ

- আপডেট: ১২:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ১৮০৭৬
মোঃ আল রাফি, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে হতে যাওয়া একটি বাল্যবিবাহ ঠেকানো হয়েছে। জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় বাউফলের নওমালা ইউপির বাবুর হাট এলাকায় ইব্রাহীম(১৫) সঙ্গে অষ্টম শ্রেণিতে পড়ুয়া জান্নাত আক্তার(১৩) বিয়ের আয়োজন বাতিল করা হয়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, মেয়ের পরিবার (প্রাথমিকভাবে অসম্মত) থাকলেও চাপে পড়ে বিয়েতে দিতে রাজি হয়।এদিকে বাল্যবিবাহের খবর পেয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছায় এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ প্রয়োগ করে অনুষ্ঠান বন্ধ করে দেন। এসময় ছেলের পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা ও লিখিতভাবে ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা নেওয়া হয়।