“চাঁদাবাজি করলে দলীয় পরিচয়েও ছাড় নয়: আমিনুল হক”

- আপডেট: ০৫:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রবিবার (২৭ জুলাই) রাজধানীর মিরপুর-১০ হোপ মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, “ব্যবসায়ীরা কাউকে চাঁদা দেবেন না, আমাদের দলের পরিচয়ধারী হলেও চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না।”
তিনি বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আমরা যদি আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারি, তাহলে দেশের অর্থনীতি পুনরুদ্ধার করাই হবে আমাদের অন্যতম প্রধান কাজ।”
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে তিনি বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।”
সভায় আমিনুল হক নতুন করে উদিত কিছু চক্রের প্রতি ইঙ্গিত করে বলেন, “নব্য বিএনপিগুলো ব্যবসায়ীদের উপর প্রভাব বিস্তার করে চাঁদাবাজি করছে। এতে দোষ এসে পড়ে বিএনপির ওপর। আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, কেউ বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি কিছু করাতে চায়, আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব।”
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আশ্বস্ত করে বলেন, “আপনারা যারা অস্থায়ীভাবে মার্কেটে ব্যবসা করছেন, আমরা নির্বাচিত হলে আপনাদের জন্য স্থায়ী মার্কেটের ব্যবস্থা করব, যাতে নিশ্চিন্তে ব্যবসা চালিয়ে যেতে পারেন।”
সভায় সভাপতিত্ব করেন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু।
ব্যবসায়ীদের সরব উপস্থিতিতে আয়োজিত এই সভায় ব্যবসাবান্ধব ও দায়িত্বশীল রাজনীতির প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা।