০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনার ১৭ কোটি ৪০ লাখ টাকা অবরুদ্ধ

  • আপডেট: ১১:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ১৮০৩৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে এবং তাদের সংশ্লিষ্ট ৫৩টি ব্যাংক হিসাবে থাকা ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

অর্থ পাচারের অভিযোগে আদালতের আদেশে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একজন অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ৮ জুলাই ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এ হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।

সোমবার (২৮ জুলাই) রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান। তিনি জানান, প্রতারণা, জালিয়াতি, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে বাহাউদ্দীন বাহার ও তার মেয়ের সংশ্লিষ্ট ১৭টি ব্যাংকে থাকা ৫৩টি অ্যাকাউন্টের ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে তাহসীন বাহার সূচনা সংঘবদ্ধভাবে প্রতারণা, জাল-জালিয়াতি ও কমিশন নিয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করেন। পরে তা হুন্ডি চ্যানেলের মাধ্যমে বিদেশে পাচার করেন। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনার ১৭ কোটি ৪০ লাখ টাকা অবরুদ্ধ

আপডেট: ১১:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে এবং তাদের সংশ্লিষ্ট ৫৩টি ব্যাংক হিসাবে থাকা ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

অর্থ পাচারের অভিযোগে আদালতের আদেশে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একজন অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ৮ জুলাই ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এ হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।

সোমবার (২৮ জুলাই) রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান। তিনি জানান, প্রতারণা, জালিয়াতি, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে বাহাউদ্দীন বাহার ও তার মেয়ের সংশ্লিষ্ট ১৭টি ব্যাংকে থাকা ৫৩টি অ্যাকাউন্টের ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে তাহসীন বাহার সূচনা সংঘবদ্ধভাবে প্রতারণা, জাল-জালিয়াতি ও কমিশন নিয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করেন। পরে তা হুন্ডি চ্যানেলের মাধ্যমে বিদেশে পাচার করেন। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলার প্রস্তুতি চলছে।