১২:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে ৩ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

সোনালী খবর
সোনালী খবর
  • আপডেট: ০৭:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি ৫২ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার ( ২৯ জুলাই) সকালে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৬টায় কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি যাত্রীবাহী বাস ও তিনটি ট্রাকে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০ লাখ ৫০ হাজার পিস চিংড়ির রেণু জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত রেণুগুলো নারায়ণগঞ্জ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া ট্রাক ও বাস চালকদের মুচলেকা নিয়ে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষা এবং চিংড়ি রেণু পাচার প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নারায়ণগঞ্জে ৩ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

আপডেট: ০৭:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি ৫২ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার ( ২৯ জুলাই) সকালে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৬টায় কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি যাত্রীবাহী বাস ও তিনটি ট্রাকে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০ লাখ ৫০ হাজার পিস চিংড়ির রেণু জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত রেণুগুলো নারায়ণগঞ্জ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া ট্রাক ও বাস চালকদের মুচলেকা নিয়ে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষা এবং চিংড়ি রেণু পাচার প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।