শিরোনাম:
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৮২

সোনালী খবর
- আপডেট: ০৬:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৮০১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৮১ জন।
শনিবার (২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহদাত হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮০১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৮১ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৩৮২ জনকে।
অভিযানে পিস্তল ১টি, ওয়ান শুটারগান ২টি, বিদেশি পিস্তল ১টি, রিভলবার ১টি, ম্যাগজিন ১টি, গুলি ৪ রাউন্ড, সুইচ গিয়ার চাকু ১টি, চাইনিজ কুড়াল ৩টি, লোহার তৈরি চাপাতি ১টি ও কুড়াল এসএস এর তৈরি ১টি উদ্ধার করা হয়েছে।
পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।