তথ্য উপদেষ্টার ফেসবুক পোস্ট: ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে!

- আপডেট: ০৯:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ১৮০১৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।
পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’’
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে মাহফুজ আলমের এমন পোস্টে অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন।
মাহবুব হাবিব নামে একজন মন্তব্য করেছেন, ‘১/১১ এখন আর শুধুমাত্র একদিনের ঘটনা নয়, এটা একটা রাজনৈতিক মডেল। রূপ বদলেছে, কৌশল বদলেছে, কিন্তু রেশনাল সেই একই: গণতন্ত্রহীনতা, সিভিল প্রশাসনের সামরিকীকরণ, এবং আইনশৃঙ্খলার নামে শাসনযন্ত্রের নিপীড়ন। আজকের রাষ্ট্র কাঠামো দিনকে দিন সেই মডেলেরই দীর্ঘায়িত সংস্করণ হয়ে উঠছে বিনা পোশাকে, কিন্তু একই হিংস্রতা ও কর্তৃত্ববাদ নিয়ে।’
আল হাসিব খান আনন্দ লিখেছেন, ‘১ বছরের মাথায় এমন পরিস্থিতি কেন?’ তার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন উপদেষ্টা। তিনি লিখেছেন— ‘অনৈক্য এবং স্যাবোট্যাজ’।
প্রসঙ্গত, ১১ জানুয়ারি ২০০৭ সালে আবির্ভাব ঘটেছিল কথিত ওয়ান ইলেভেন বা এক এগারো। বিএনপি-জামায়াত জোট সরকারের একতরফা সংসদ নির্বাচনকে সামনে রেখে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি হয়। পরে তত্ত্বাবধায়ক সরকারের আবরণে গঠিত হয় সেনা নিয়ন্ত্রিত ‘অন্তর্বর্তীকালীন সরকার’।