শিরোনাম:
মুন্সীগঞ্জে ২১০ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ

সোনালী খবর
- আপডেট: ০৯:২৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মুন্সীগঞ্জে প্রায় ২১০ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার (৯ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন পদ্মা কর্তৃক মুন্সীগঞ্জের সিরাজদি খান থানাধীন ধলেশ্বরী ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মুক্তারপুর থেকে ঢাকাগামী সন্দেহজনক ১ টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ২১০ কোটি টাকা মূল্যের ৬ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।