০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বালিয়াকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • আপডেট: ০৫:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ১৮০০৯

রাজবাড়ী সংবাদাদতা:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার বিচার চেয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের আয়োজিত মানববন্ধন  ও প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, আমরা জানি এর আগেও বহু সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, প্রাণ হারিয়েছেন।
কিন্তু সেইসব ঘটনার বিচার হয়নি। অপরাধীরা থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। ন্যায়বিচারের এই শূন্যতা শুধু নতুন অপরাধীদের উৎসাহিত করে। সাংবাদিক হত্যা মানে দেশের গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে আজ তুহিন, কাল হয়তো অন্য কেউ—এভাবেই নিভে যাবে সত্য বলার সাহসী কণ্ঠগুলো।
রোববার (১০ আগস্ট) বেলা ১১ টায়  উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী অংশগ্রহণে উপজেলা পরিষদের প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, এর আগে সাগর-রুনি হত্যাকান্ড হয়েছে। সেই হত্যাকান্ডের বিচার দেশের মানুষ দেখতে পায়নি। সংবাদকর্মীদের ওপর হামলায় ঘটনায় দেশের মানুষের  মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করছে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালণ করে। তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠা করা।
গণমাধ্যমকর্মীরা আরো বলেন, গাজীপুরে ঘটে যাওয়া সাংবাদিক তুহিনের নৃশংস হত্যাকাণ্ড আমাদের হৃদয় বিদীর্ণ করেছে। একজন সাংবাদিককে দিনে-দুপুরে কুপিয়ে হত্যা করা কেবল একজন মানুষের মৃত্যু নয়, এটি সত্যকে, ন্যায়ের কণ্ঠকে হত্যা করা। আমরা স্পষ্টভাবে বলতে চাই—এই হত্যার সঠিক ও দ্রুত বিচার চাই। বিচারের নামে সময়ক্ষেপণ, প্রভাবশালীদের রক্ষা, প্রমাণ নষ্ট—এসব আমরা আর দেখতে চাই না। রাষ্ট্রের দায়িত্ব জনগণের কণ্ঠকে সুরক্ষা দেওয়া, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া। তুহিনের পরিবার যেন ন্যায় বিচার পায়, সেটাই হবে রাষ্ট্রের নৈতিক দায়িত্ব ও ভবিষ্যতের জন্য নিরাপত্তার নিশ্চয়তা।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং ফেয়ার নিউজ ও দৈনিক খবরপত্রের প্রতিনিধি জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং বার্তা২৪.কম ও দৈনিক সমকাল প্রতিনিধি মো. সোহেল মিয়া, সহ-সভাপতি সমির কান্তি বিশ্বাস ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি ও ইনকিলাবের প্রতিনিধি আতিয়ার রহমান আতিক, সাধারণ সম্পাদক মো. রফিকুজ্জামান  লিটন, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সংবাদের প্রতিনিধি সঞ্জিত দাস, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. সোহেল রানা বক্তব্য রাখেন।
এছাড়াও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের  সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তবা রিজুর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, আমার দেশ পত্রিকার পারভেজ মিয়া, ইত্তেফাকের  তনু শিকদার সবুজ,  তৃতীয় মাত্রার সোহেল খান, জণবানীর জয়নাল আবেদিন, সাংবাদিক খোন্দকার আহাদুল ইসলাম, দৈনিক ঘোষণার মিজানুর রহমান, তালাশ বিডির প্রতিনিধি জাকির পাটোয়ারি, দৈনিক সমাচারের প্রতিনিধি আজাদ তালুকদার, আরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দৈনিক যুগান্তরের আনোয়ার হোসেন, বাংলাদেশ সমাচারের ওয়াজেদ আলী, দেশ রূপান্তরের মেহেদী হাসান মাসুদ, সাংবাদিক গোলাম মোস্তফা, জাহিদুর রহিম, আমিরুল ইসলাম, ইমদাদুল হক রানা, সাংবাদিক শহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান রাজু, অনিক সিকদারসহ উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বালিয়াকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট: ০৫:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

রাজবাড়ী সংবাদাদতা:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার বিচার চেয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের আয়োজিত মানববন্ধন  ও প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, আমরা জানি এর আগেও বহু সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, প্রাণ হারিয়েছেন।
কিন্তু সেইসব ঘটনার বিচার হয়নি। অপরাধীরা থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। ন্যায়বিচারের এই শূন্যতা শুধু নতুন অপরাধীদের উৎসাহিত করে। সাংবাদিক হত্যা মানে দেশের গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে আজ তুহিন, কাল হয়তো অন্য কেউ—এভাবেই নিভে যাবে সত্য বলার সাহসী কণ্ঠগুলো।
রোববার (১০ আগস্ট) বেলা ১১ টায়  উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী অংশগ্রহণে উপজেলা পরিষদের প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, এর আগে সাগর-রুনি হত্যাকান্ড হয়েছে। সেই হত্যাকান্ডের বিচার দেশের মানুষ দেখতে পায়নি। সংবাদকর্মীদের ওপর হামলায় ঘটনায় দেশের মানুষের  মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করছে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালণ করে। তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠা করা।
গণমাধ্যমকর্মীরা আরো বলেন, গাজীপুরে ঘটে যাওয়া সাংবাদিক তুহিনের নৃশংস হত্যাকাণ্ড আমাদের হৃদয় বিদীর্ণ করেছে। একজন সাংবাদিককে দিনে-দুপুরে কুপিয়ে হত্যা করা কেবল একজন মানুষের মৃত্যু নয়, এটি সত্যকে, ন্যায়ের কণ্ঠকে হত্যা করা। আমরা স্পষ্টভাবে বলতে চাই—এই হত্যার সঠিক ও দ্রুত বিচার চাই। বিচারের নামে সময়ক্ষেপণ, প্রভাবশালীদের রক্ষা, প্রমাণ নষ্ট—এসব আমরা আর দেখতে চাই না। রাষ্ট্রের দায়িত্ব জনগণের কণ্ঠকে সুরক্ষা দেওয়া, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া। তুহিনের পরিবার যেন ন্যায় বিচার পায়, সেটাই হবে রাষ্ট্রের নৈতিক দায়িত্ব ও ভবিষ্যতের জন্য নিরাপত্তার নিশ্চয়তা।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং ফেয়ার নিউজ ও দৈনিক খবরপত্রের প্রতিনিধি জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং বার্তা২৪.কম ও দৈনিক সমকাল প্রতিনিধি মো. সোহেল মিয়া, সহ-সভাপতি সমির কান্তি বিশ্বাস ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি ও ইনকিলাবের প্রতিনিধি আতিয়ার রহমান আতিক, সাধারণ সম্পাদক মো. রফিকুজ্জামান  লিটন, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সংবাদের প্রতিনিধি সঞ্জিত দাস, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. সোহেল রানা বক্তব্য রাখেন।
এছাড়াও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের  সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তবা রিজুর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, আমার দেশ পত্রিকার পারভেজ মিয়া, ইত্তেফাকের  তনু শিকদার সবুজ,  তৃতীয় মাত্রার সোহেল খান, জণবানীর জয়নাল আবেদিন, সাংবাদিক খোন্দকার আহাদুল ইসলাম, দৈনিক ঘোষণার মিজানুর রহমান, তালাশ বিডির প্রতিনিধি জাকির পাটোয়ারি, দৈনিক সমাচারের প্রতিনিধি আজাদ তালুকদার, আরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দৈনিক যুগান্তরের আনোয়ার হোসেন, বাংলাদেশ সমাচারের ওয়াজেদ আলী, দেশ রূপান্তরের মেহেদী হাসান মাসুদ, সাংবাদিক গোলাম মোস্তফা, জাহিদুর রহিম, আমিরুল ইসলাম, ইমদাদুল হক রানা, সাংবাদিক শহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান রাজু, অনিক সিকদারসহ উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।