সিদ্ধেশরী ও কাকরাইল ফাঁড়ি ভবনের উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
 
																
								
							
                                - আপডেট: ০৪:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ১৮০২২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সিদ্ধেশরী এবং কাকরাইল ফাঁড়ি ভবনের শুভ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে এই দুটি নতুন ফাঁড়ি ভবনের শুভ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের পর ডিএমপি কমিশনার ফাঁড়ি ভবনের ব্যারাক সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বলেন এই নতুন দুটি ফাঁড়ি ভবন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

 
																			 
																		




















