‘মা ইলিশ’ সংরক্ষণে নৌ পুলিশের অভিযান
 
																
								
							
                                - আপডেট: ১১:৫১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ১৮০১৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান নৌ পুলিশের তৎপরতায় অবৈধ জাল ও মাছ জব্দ,নৌকা আটক,অপরাধী গ্রেফতার।
‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে নৌ পুলিশের বিভিন্ন আঞ্চলিক ইউনিট তাদের আওতাধীন নৌপথ এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করছে। সরকার ঘোষিত ইলিশ আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে এসব অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়েছে। এছাড়া নৌকা আটক ও সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযানের পাশাপাশি জেলেসহ সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে সভা, প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছে নৌ পুলিশ।
সরকার ঘোষিত ২২ দিনের এই নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের জন্য নৌ পুলিশের সব ইউনিট সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নৌ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন,‘মা ইলিশ’রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 
																			 
																		




















