০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িক কারাগার হিসেবে ঘোষণা

  • আপডেট: ০৪:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ১৮০১৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। গত রবিবার (১২ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হলেও তা আজ সোমবার (১৩ অক্টোবর) প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।

প্রজ্ঞাপনে বলা হয়,বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এবং প্রিজনস অ্যাক্ট,১৮৯৪ (ধারা ৩(বি)) অনুযায়ী,ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর পাশে অবস্থিত ‘এমইএস বিল্ডিং নম্বর-৫৪’ কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়,যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

তবে ভবনটি কেন সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িক কারাগার হিসেবে ঘোষণা

আপডেট: ০৪:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। গত রবিবার (১২ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হলেও তা আজ সোমবার (১৩ অক্টোবর) প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।

প্রজ্ঞাপনে বলা হয়,বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এবং প্রিজনস অ্যাক্ট,১৮৯৪ (ধারা ৩(বি)) অনুযায়ী,ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর পাশে অবস্থিত ‘এমইএস বিল্ডিং নম্বর-৫৪’ কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়,যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

তবে ভবনটি কেন সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।