কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪ নেতা-কর্মী গ্রেফতার
- আপডেট: ০৬:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১৮০১৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও চারজন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন— নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মো.রুপসান,সাবেক ছাত্রলীগ কর্মী ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি জিল্লুর রহমানের অনুসারী মোহাম্মদ আলী শাহান, লক্ষীপুর জেলার কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আবিদ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
জানা যায়,ডিবি মতিঝিল বিভাগের একটি টিম গতকাল রাত ৯টার দিকে মোহাম্মদপুর থানার নুরজাহান রোড এলাকা থেকে মো.রুপসানকে এবং বিকেল ৫টার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে মোহাম্মদ আলী শাহানকে গ্রেফতার করে।
অন্যদিকে,একই দিন দুপুর ২টা ১৫ মিনিটে মুগদা থানাধীন টিটিপাড়া এলাকা থেকে ডিবি ওয়ারী বিভাগের টিম সাদ্দাম হোসেন আবিদকে এবং দুপুর ১টা ৩০ মিনিটে পল্টন মডেল থানাধীন পুরান পল্টন এলাকা থেকে ডিবি লালবাগ বিভাগের টিম আব্দুল মতিন ভূঁইয়াকে গ্রেফতার করে।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





















