১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

রাঙামাটিতে রাজবন বিহারের দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • আপডেট: ০৫:৫১:২২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ১৮০২৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

রাঙামাটি পার্বত্য জেলার রাজবন বিহারে অনুষ্ঠিতব্য ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস.এম.ফরহাদ হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.ইকবাল হোসাইন।

সভায় রাজবন বিহারের ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে আসন্ন উৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় পুলিশ সুপার ড.এস.এম.ফরহাদ হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের লক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের সক্রিয় সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও সফল করবে। তথ্য দিয়ে সহায়তা করলে নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন,যাতে রাজবন বিহারের ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস) মো.জসীম উদ্দীন চৌধুরীসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাঙামাটিতে রাজবন বিহারের দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট: ০৫:৫১:২২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

রাঙামাটি পার্বত্য জেলার রাজবন বিহারে অনুষ্ঠিতব্য ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস.এম.ফরহাদ হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.ইকবাল হোসাইন।

সভায় রাজবন বিহারের ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে আসন্ন উৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় পুলিশ সুপার ড.এস.এম.ফরহাদ হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের লক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের সক্রিয় সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও সফল করবে। তথ্য দিয়ে সহায়তা করলে নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন,যাতে রাজবন বিহারের ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস) মো.জসীম উদ্দীন চৌধুরীসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।