০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

কাস্টমস থেকে পার্সেল ছাড়িয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১

  • আপডেট: ০৬:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ১৮০১৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিদেশ থেকে পার্সেল এসেছে এবং তা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস হাউজে জমা আছে। সেখান থেকে ছাড়াতে হলে অর্থ লাগবে জানিয়ে মোটা অংকের টাকা নিয়ে পার্সেল ছাড়িয়ে দেওয়ার নামে করা হয় প্রতারণা। এমনই এক প্রতারক চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।

গ্রেফতারকৃতর নাম মো.নূরে আলম ওরফে তুহিন (২৪)।

মঙ্গলবার (২১অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন।

গতকাল (২০অক্টোবর) তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

জসীম উদ্দিন বলেন,বিদেশ থেকে একটি পার্সেল এসেছে এবং তা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস হাউজে জমা আছে,সেখান থেকে ছাড়াতে হলে অর্থ লাগবে। বিশ্ব্বাস অর্জন করার জন্য পাঠানো হয় পার্সেলের ছবি। ফেসবুকে এরকম একটি মেসেজ দেখার পর যোগাযোগ করলে বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখিয়ে ১১ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর ভুক্তভোগী বুঝতে পারে তিনি প্রতারিত হয়েছেন। এমনই একটি ঘটনায় মামলার প্রেক্ষিতে প্রতারণা চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এর একটি আভিযানিক দল।

তিনি বলেন,সাইবার ইন্টেলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট এর একটি চৌকশ দল গতকাল দিবাগত রাত ২ টা নাগাদ তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

তিনি বলেন,বাদী একজন ব্যবসায়ী এবং চট্টগ্রামের একটি ফ্যাশন হাউজের কর্ণধার। দেশে এবং দেশের বাইরেও তার ব্যবসা রয়েছে। ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন পণ্য আমদানি করতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তি বাদীকে তার নামে বিদেশ থেকে একটি পার্সেল এসেছে যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস হাউজে জমা আছে বলে জানায়। বাদীর বিশ্বাস অর্জন করতে কাস্টমস হাউজে স্তুপাকৃত পার্সেল এর ছবিও পাঠায়। এভাবে বিশ্বস্ত হয়ে বিভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্ন সময় ও তারিখে মোট ১১ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে ফেসবুক আইডিটি বন্ধ করে দেয়। বাদী আদালতে অভিযোগ দায়ের করলে আদালত থানায় নিয়মিত মামলা রুজু করার আদেশ প্রদান করেন। পরবর্তীতে এ বিষয়ে রামপুরা (ডিএমপি) থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। পরে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) তদন্ত শুরু করে। তথ্য উপাত্ত বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের সদস্য মো.নূরে আলম ওরফে তুহিন (২৪) কে সনাক্তপূর্বক গ্রেফতার করে।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট পরিচালনা করছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন,অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কাস্টমস থেকে পার্সেল ছাড়িয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১

আপডেট: ০৬:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিদেশ থেকে পার্সেল এসেছে এবং তা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস হাউজে জমা আছে। সেখান থেকে ছাড়াতে হলে অর্থ লাগবে জানিয়ে মোটা অংকের টাকা নিয়ে পার্সেল ছাড়িয়ে দেওয়ার নামে করা হয় প্রতারণা। এমনই এক প্রতারক চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।

গ্রেফতারকৃতর নাম মো.নূরে আলম ওরফে তুহিন (২৪)।

মঙ্গলবার (২১অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন।

গতকাল (২০অক্টোবর) তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

জসীম উদ্দিন বলেন,বিদেশ থেকে একটি পার্সেল এসেছে এবং তা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস হাউজে জমা আছে,সেখান থেকে ছাড়াতে হলে অর্থ লাগবে। বিশ্ব্বাস অর্জন করার জন্য পাঠানো হয় পার্সেলের ছবি। ফেসবুকে এরকম একটি মেসেজ দেখার পর যোগাযোগ করলে বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখিয়ে ১১ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর ভুক্তভোগী বুঝতে পারে তিনি প্রতারিত হয়েছেন। এমনই একটি ঘটনায় মামলার প্রেক্ষিতে প্রতারণা চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এর একটি আভিযানিক দল।

তিনি বলেন,সাইবার ইন্টেলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট এর একটি চৌকশ দল গতকাল দিবাগত রাত ২ টা নাগাদ তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

তিনি বলেন,বাদী একজন ব্যবসায়ী এবং চট্টগ্রামের একটি ফ্যাশন হাউজের কর্ণধার। দেশে এবং দেশের বাইরেও তার ব্যবসা রয়েছে। ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন পণ্য আমদানি করতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তি বাদীকে তার নামে বিদেশ থেকে একটি পার্সেল এসেছে যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস হাউজে জমা আছে বলে জানায়। বাদীর বিশ্বাস অর্জন করতে কাস্টমস হাউজে স্তুপাকৃত পার্সেল এর ছবিও পাঠায়। এভাবে বিশ্বস্ত হয়ে বিভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্ন সময় ও তারিখে মোট ১১ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে ফেসবুক আইডিটি বন্ধ করে দেয়। বাদী আদালতে অভিযোগ দায়ের করলে আদালত থানায় নিয়মিত মামলা রুজু করার আদেশ প্রদান করেন। পরবর্তীতে এ বিষয়ে রামপুরা (ডিএমপি) থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। পরে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) তদন্ত শুরু করে। তথ্য উপাত্ত বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের সদস্য মো.নূরে আলম ওরফে তুহিন (২৪) কে সনাক্তপূর্বক গ্রেফতার করে।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট পরিচালনা করছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন,অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।