বাউফলের ধুলিয়ায় দিনভর ড. মাসুদের গণসংযোগ
- আপডেট: ১০:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১৮০১৫
আল রাফি, বাউফল (পটুয়াখালী):
বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে দিনভর গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় বড় ডালিমা এলাকা থেকে তাঁর গণসংযোগের সূচনা হয়। দিনব্যাপী তিনি ধুলিয়া নতুন ব্রিজ বাজার, চাদকাঠি গ্রাম, ফুলতলা খেয়াঘাট, নতুন ব্রিজ তলা স্ট্যান্ড, জামালকাঠি জামে মসজিদ মাঠ, ধুলিয়া কলেজ, ধুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুলিয়া দাখিল মাদরাসাসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।
দুপুরে ধুলিয়া বায়তুল গামওয়া মসজিদে জোহরের নামাজ আদায় করে প্রথম পর্বের গণসংযোগ শেষ করেন তিনি।
দ্বিতীয় পর্বের গণসংযোগ শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৮টা পর্যন্ত। এ সময়ে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদওয়ান উল্লাহ, উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসাইন, জেলা ছাত্রশিবির অফিস সম্পাদক মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়া ধুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুল হক, ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি হাফেজ মাহাবুব, সাংবাদিক মশিউর রহমান, আবু সুফিয়ান, জসিম উদ্দিন অন্তু,আল রাফি, রুবেলসহ অনেকে গণসংযোগে অংশ নেন।


























