শৈলকুপা বিসিএস অফিসার্স ফোরামের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
- আপডেট: ০৯:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে পুলিশ অফিসার্স মেসে অনুষ্ঠিত হয়েছে শৈলকুপা বিসিএস অফিসার্স ফোরামের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের এ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো.সাজ্জাত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন। আর অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সচিব মো: গিয়াস উদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, শৈলকুপা উপজেলার বিসিএস কর্মকর্তাদের এই ফোরাম দেশের উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা প্রশাসনিক দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবনির্বাচিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। শেষে সাংস্কৃতিক পর্ব ও নৈশভোজের আয়োজন করা হয়।




















