শিরোনাম:
সারাদেশে বিশেষ অভিযান, গ্রেফতার আরও ১৫৭০
- আপডেট: ০৫:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সারাদেশে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এতে মামলা ও পরোয়ানাভুক্ত আরও এক হাজার ৩৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৩২ জন।
মঙ্গলবার (২৮অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (গণমাধ্যম ও জনসংযোগ) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
এআইজি শাহাদাত বলেন,গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানাভুক্ত এক হাজার ৩৮ আসামি এবং অন্যান্য ঘটনায় ৫৩২ জনকে গ্রেফতার করা হয়। মোট গ্রেফতার করা হয়েছে এক হাজার ৫৭০ জনকে।
অভিযানে জব্দ করা হয় বার্মিজ টিপ চাকু দুটি,৭ এমএম পিস্তল একটি,৭.৭ এমএম পিস্তলের খালি ম্যাগজিন একটি, ৭.৬২ এমএম পিস্তলের খালি ম্যাগজিন একটি ও রামদা সাতটি।
পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।



















