শিরোনাম:
সারাদেশে বিশেষ অভিযান, গ্রেফতার আরও ১৪৩২
- আপডেট: ০৬:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯৪৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৮৭ জন।
বুধবার (২৯অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন,গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৪৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৮৭ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৪৩২ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়, বিদেশী পিস্তল ১টি, দেশী পিস্তল ১টি, বিদেশী রিভলবার ১টি, লোহার ওয়ান শট পিস্তল ১টি, পাইপগান ১টি, দেশী শটগান ২টি, একনলা বন্দুক ১টি, কার্তুজ ৮ রাউন্ড, গুলি ১০ রাউন্ড এবং এলজি ২ টি।
পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।



















