১১:০২ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার, আটক ১

  • আপডেট: ০৩:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ১৮০০৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রবিবার বিকেল ৫টার দিকে শেরে-বাংলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা শাখা গোপন সূত্রে তথ্য পায় যে,মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এক যুবক ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সজিব নামের ওই যুবককে আটক করা হয়। তিনি শীর্ষ সন্ত্রাসী ‘বুনিয়া সোহেল’-এর ড্রাইভার হিসেবে পরিচিত। এ সময় তার কাছ থেকে বেশ কয়েকটি ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

সজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে রাতে জেনেভা ক্যাম্প এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে আরও কয়েকটি ককটেল,পেট্রোল বোমা ও সেগুলো তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান,মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর এই যৌথ অভিযান এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে আরও অভিযান চালানো হবে।

আটক সজিব ও উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্র মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার, আটক ১

আপডেট: ০৩:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রবিবার বিকেল ৫টার দিকে শেরে-বাংলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা শাখা গোপন সূত্রে তথ্য পায় যে,মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এক যুবক ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সজিব নামের ওই যুবককে আটক করা হয়। তিনি শীর্ষ সন্ত্রাসী ‘বুনিয়া সোহেল’-এর ড্রাইভার হিসেবে পরিচিত। এ সময় তার কাছ থেকে বেশ কয়েকটি ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

সজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে রাতে জেনেভা ক্যাম্প এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে আরও কয়েকটি ককটেল,পেট্রোল বোমা ও সেগুলো তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান,মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর এই যৌথ অভিযান এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে আরও অভিযান চালানো হবে।

আটক সজিব ও উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্র মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।