গাজীপুরের কমিশনার হচ্ছেন ইসরাইল হাওলাদার, পরিবর্তন হচ্ছে ৮ জেলার এসপি
- আপডেট: ০৮:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গাজীপুরের কমিশনার হচ্ছেন ইসরাইল হাওলাদার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হচ্ছেন মো. ইসরাইল হাওলাদার। বর্তমানে পুলিশের এই কর্মকর্তা শিল্প পুলিশের ডিআইজির দায়িত্বে রয়েছেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে।
এর আগে গত ২ সেপ্টেম্বর গাজীপুরের কমিশনার ডিআইজি নাজমুল করিম খানকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে নেওয়া হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এক চিঠিতে জিএমপি কমিশনারকে প্রত্যাহার করেন।
জানা গেছে, শিল্প পুলিশে দায়িত্ব পালনের আগে ডিআইজি ইসরাইল হাওলাদার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ছিলেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিতের পাশাপাশি পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের দায়িত্বে ছিলেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর ইসরাইল হাওলাদারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়। পরে ভারপ্রাপ্ত যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) হন। ওই বছরের ২৭ আগস্ট ইসরাইল হাওলাদার ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার হন। গত ১৯ ডিসেম্বর ইসরাইল হাওলাদারকে বদলি করে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়।
সূত্র বলছে, মঙ্গলবার প্রজ্ঞাপনের মাধ্যমে পাঁচজন ডিআইজি এবং আটজন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হচ্ছে। যাদের মধ্যে— ১৫তম ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারি) ফজলুল করিমকে (বর্তমানে পুলিশ সদরদপ্তরের ডিআইজি অ্যাডমিন) মিরপুর পুলিশ স্টাফ কলেজের রেক্টর, জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিম খানকে হাইওয়ে পুলিশে, ডিআইজি রফিকুল গণিকে হাইওয়ে অথবা শিল্পপুলিশে এবং ডিআইজি সালমাকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন— এপিবিএনে পদায়ন করা হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া দিনাজপুর, ফরিদপুরসহ আর ছয় জেলার এসপিকে বদলি করা হচ্ছে।




















