উত্তরা থেকে শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লিটন ফকির গ্রেফতার
- আপডেট: ০৮:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকিরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।
সোমবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরা পূর্ব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো.হেলালউদ্দিন ভূইয়া।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকাল সাড়ে ৯ টার দিকে উত্তরা পূর্ব ৬ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকিরকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত মাহবুব আলম (লিটন ফকির) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বাসিন্দা। তিনি সিরাজুল ইসলাম ওরফে সিরাজ ফকির ও মনোয়ারা ইসলামের ছেলে।
গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাজনৈতিক পরিচয়ে মাহবুব আলম ওরফে লিটন ফকির গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।




















