মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ১ হাজার কেজি জাটকা ইলিশ উদ্ধার
- আপডেট: ০৪:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ স্থানীয় মেঘনা নদীতে রাত্রিকালীন অভিযান পরিচালনা করে প্রায় এক টন জাটকা ইলিশ উদ্ধার করেছে।
বুধবার (৫ নভেম্বর ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,পটুয়াখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ “আসা-যাওয়া-৫” থামিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ছোট-বড় ১৯টি ককশিটে রাখা আনুমানিক ১ হাজার কেজি জাটকা ইলিশ পাওয়া যায়। উদ্ধারকৃত মাছের আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শরজিৎ কুমার ঘোষ নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পরে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য কর্মকর্তাদের অবহিত করে উদ্ধারকৃত ইলিশ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত দেশে জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম চলবে। এই সময়ে ছোট আকারের জাটকা ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।



















