আগামীকাল জুমাবার হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন
- আপডেট: ০৬:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ১৮০০৬
মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম:
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদরাসার ১২৬তম বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন আগামীকাল (২১ নভেম্বর) শুক্রবার বাদ ফজর থেকে শুরু হবে। ইতিমধ্যেই মাহফিলের বিশাল সামিয়ানা টানানো ও স্টেজসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলে শরীক হতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উলামায়ে কেরাম, তোলাবা ও তৌহিদী জনতার আগমন শুরু হয়েছে।
দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাহফিলের নির্ধারিত দিন ২১ নভেম্বর শুক্রবার নির্ধারিত থাকলেও প্রতি বছরের ন্যায় এবারও একদিন আগে বৃহস্পতিবার বাদ আছর থেকে বয়ান শুরু হয়েছে। হাটহাজারী মাদ্রাসার মুহতামিম হযরত আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী মূল মাহফিলের দিন আগামীকাল শুক্রবার বাদ জুমা বয়ান করবেন।
আজ বৃহস্পতিবার বাদ আছর উদ্বোধনী বয়ান করেন দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি হুমায়ুন কবীর । তিনি দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও লক্ষ্য উদ্দেশ্যের উপর বয়ান করেন। তিনি মাহফিলের কামিয়াবির জন্য সকলের দোয়া কামনা করেন এবং উলামায়ে কেরাম, তুলাবা ও সর্বস্তরের তৌহিদী জনতাকে মাহফিলে শরীক থাকার আহ্বান জানান।
বার্ষিক মাহফিল উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলনে গত ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ প্রায় তিন হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি পরানো হবে। সংখ্যাধিক্যের কারণে মাহফিলের আগের দিন বৃহস্পতিবার বাদ ইশা এবং মাহফিলের দিন শুক্রবার বাদ ইশা মিলে মোট দুই সেশনে গত শিক্ষাবর্ষে উত্তীর্ণ হওয়া তিন হাজার তরুণ আলেমকে দস্তারে ফযীলত বা বিশেষ সম্মানসূচক পাগড়ি পরানো হবে।
জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.), শায়খুল হাদীস ও সদরুল মুদাররেসীন আল্লামা শেখ আহমদ (দা.বা.), শায়েখে সানী আল্লামা হাফেজ মুহাম্মদ শোয়াইব জামিরী (দা.বা.), শিক্ষাসচিব ও মুহাদ্দিস আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ (দা.বা.), মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.), আল্লামা মুহাম্মদ ওমর কাসেমী, আল্লামা কবীর আহমদ, আল্লামা আহমদ দীদার কাসেমী সহ জামিয়ার সকল মুহাদ্দিসের বরকতময় হাতের ছোঁয়া ও দোয়া নিয়ে ফারেগীনদেরকে পাগড়ি পরানো হবে।
এ বিষয়ে জামিয়ার শিক্ষাসচিব আল্লামা মুফতি কিফাতায়াতুল্লাহ (দা.বা.) জানান, ফারেগীন তরুণ আলেমদের সংখ্যাধিক্যের ফলে পাগড়ি প্রদানে শৃঙ্খলা বজায় রাখতে ২০ নভেম্বর বৃহস্পতিকার সকাল ৯-১২টা এবং আছরের পর থেকে ইশা পর্যন্ত এবং পরদিন ২১ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা এবং আছরের পর থেকে ইশা পর্যন্ত জামিয়ার দফতরে তালিমাতে গত বছরের ফারেগীন আলেমদেরকে যাছাই সাপেক্ষে পাগড়ি গ্রহণের টোকেন দেওয়া হবে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার টোকেনধারী গত ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষের ফারেগীন আলেমগণকে প্রথম সেশনে বৃহস্পতিবার বাদ ইশা মাহফিলের স্টেজ থেকে পাগড়ি পরানো হবে। এরপর দ্বিতীয় সেশনের পাগড়ি বিতরণ করা হবে মাহফিলের দিন শুক্রবার বাদ ইশা গত শিক্ষাবর্ষের বাকী সকল ফারেগীন আলেমকে পাগড়ি পরানো হবে।
দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী অংশগ্রহণের জন্য ইতিমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দলে দলে উলামা-মাশায়েখ, মাদরাসার শিক্ষক, ছাত্র ও মুসল্লীদের আগমন শুরু হয়েছে। গত শিক্ষাবর্ষে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা থেকে উত্তীর্ণ হওয়া প্রায় তিন হাজার তরুণ আলেমদের বেশির ভাগই ইতিমধ্যে ক্যাম্পাসে অবস্থান করছেন। তাদের বিশ্রামের জন্য শিক্ষা ভবেনের বিভিন্ন হলরুমে ব্যবস্থা করা হয়েছে। পাগড়ি গ্রহণের আগে তারা হাটহাজারী মাদ্রাসার শিক্ষা বিভাগ থেকে নিজ নিজ টোকেন সংগ্রহ ও অন্যান্য আনুষ্ঠানিকতায় ব্যস্ত রয়েছেন।
বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন উপলক্ষে হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী এক বিবৃতিতে দেশের সর্বস্তরের মুসলিম জনসাধারণের প্রতি সম্মেলনে অংশগ্রহণ করে বর্তমানে মুসলিম জাতির বিভিন্ন দুর্দশা লাঘবে শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ প্রদত্ত দিক-নির্দেশনা লাভের পাশাপাশি নিজেদের ঈমান, আমলের উন্নতির লক্ষ্যে শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের ইসলাহী বয়ান শোনার আহ্বান জানান।
মাহফিল উপলক্ষে সড়কে যানচলাচলে শৃঙ্খলা রক্ষা ও আগত মেহমানদের সেবাদানের লক্ষে প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাটহাজারী মাদ্রাসার মাহফিল উপলক্ষে সমগ্র হাটহাজারী পৌর শহরে উলামা-মাশায়েখদের এক মিলন মেলায় পরিণত হয়েছে এবং স্থানীয় জনসাধারণের মাঝে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

























