কিশোরগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৬:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন।
সভায় পুলিশ সুপার উপস্থিত বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ফোর্সদের বক্তব্য অত্যন্ত মনোযোগসহকারে শোনেন। ফোর্সদের কল্যাণ, শৃঙ্খলা, কর্মপরিবেশ, নিরাপত্তা এবং বিভিন্ন অপারেশনাল বিষয়ে উত্থাপিত সমস্যাগুলো যথাযথভাবে পর্যালোচনা করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
সভায় নভেম্বর ২০২৫ মাসে জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে অদম্য আন্তরিকতা, পেশাদারিত্ব ও সাফল্যের পরিচয় প্রদানে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তা ও ফোর্সদের পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার তাদের কাজের প্রশংসা করে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায়ও সভাপতিত্ব করেন পুলিশ সুপার, কিশোরগঞ্জ। জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান অভিযান, অপরাধ দমন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।





















