জমিয়তই মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী একমাত্র ইসলামি দলঃ হাটহাজারীতে ছাত্র জমিয়তের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা
- আপডেট: ০৯:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১৮০০৫
মোঃ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
আজ ১৬ই ডিসেম্বর উপমহাদেশের প্রাচীনতম ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহযোগী ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার ব্যবস্থাপনায় বিজয় র্যালী পরবর্তী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষকে মুক্ত করার লক্ষ্যে গঠিত জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃত্বেই বৃটিশ বিরোধী আন্দোলন বেগবান হয়েছিল এবং ভারতবর্ষের মুসলমানরা এই সংগঠনের নেতৃত্বেই ভারতবর্ষকে বৃটিশ শাসন থেকে মুক্ত করেছিলেন।১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে জমিয়ত সাংগঠনিকভাবে এই যুদ্ধকে জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ আখ্যায়িত করে দেশবাসীকে দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আহবান জানান এবং নিজেরাও ‘জমিয়তুল আনসার’ নামে একটি মুক্তিবাহিনী গঠন করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।জমিয়তই একমাত্র ইসলামী দল,যাঁরা স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন।তাছাড়া জুলাই বিপ্লবেও জমিয়ত শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করেছে।ইসলাম,দেশ ও জাতির স্বার্থ রক্ষায় জমিয়তে উলামায়ে ইসলাম সর্বক্ষেত্রে আন্দোলন অব্যাহত রাখবে,ইনশাআল্লাহ

ছাত্র জমিয়ত বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম. ফুরকান আলী এর সভাপতিত্বে, সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম-৫ আসনের এম পি পদপ্রার্থী ও জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দীন মুনির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জমিয়তের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা জাফর আহমদ,সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার,চট্টগ্রাম-৬ আসনের জমিয়ত মনোনীত এম পি পদপ্রার্থী মাওলানা জমির উদ্দিন তালুকদার,চট্টগ্রাম-২ আসনের জমিয়ত মনোনীত এম পি পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদিন।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল সাআদ বিন জাকির।
হাটহাজারীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জমিয়তের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
























