চট্টগ্রাম জেলা প্রশাসনের বিজয় দিবস পালন
- আপডেট: ০৯:১৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১৮০০৩
মোহাম্মদ হায়দার আলী, চট্টগ্রাম মহানগর:
১৬ ডিসেম্বর ২০২৫ ইং বাংলাদেশের মহান বিজয় দিবস আজ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধার জানিয়ে দিবসটি পালিত হয়েছে সারাদেশে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে প্যারেড কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন মঞ্চে সালাম গ্রহণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আহসান হাবিব পলাশ, চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি মোহাম্মাদ নাজির আহমেদ খান ।

কুচকাওয়াজে আরও অংশগ্রহন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, বাংলাদেশ আনসার কন্টিনজেন্ট, বাংলাদেশ রেলওয়ে নিরপত্তা দল, বাংলাদেশ জেল কন্টিনজেন্ট, বাংলাদেশ সেনাবাহিনীর বাদক দল, বাংলাদেশ স্কাউটস ও রোভার স্কাউটস দল, নৌ রোভার স্কাউটস দল, গার্লস গাইড, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ও সরকারী বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
























