০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবসে বাউফলে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে ড. মাসুদ

  • আপডেট: ০৯:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০০২

আল রাফি (পটুয়াখালী)বাউফল প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বর্ণাঢ্য ও বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে আয়োজিত এ র‍্যালিতে হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি বাউফল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাগুজিপুল এলাকায় গিয়ে শেষ হয়। এতে দলীয় নেতা-কর্মী, সমর্থকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। পুরো কর্মসূচিকে ঘিরে বাউফল শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মহান বিজয়ের প্রকৃত অর্থ হলো একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে মানুষের মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত থাকবে।

তিনি আরও বলেন, দেশকে সব ধরনের আধিপত্যবাদ ও অন্যায় প্রভাব থেকে মুক্ত করতে হলে নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। ইসলামের বিজয়ই হবে পরিপূর্ণ বিজয়—আর এর মধ্য দিয়েই মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের প্রকৃত সার্থকতা অর্জিত হবে বলে তিনি মন্তব্য করেন।

আয়োজকদের মতে, এই বিজয় র‍্যালির মাধ্যমে বাউফলে মহান বিজয় দিবস উদযাপন নতুন মাত্রা পেয়েছে। একই সঙ্গে ড. শফিকুল ইসলাম মাসুদের রাজনৈতিক ও আদর্শিক বার্তা ব্যাপক মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বিজয় দিবসে বাউফলে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে ড. মাসুদ

আপডেট: ০৯:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

আল রাফি (পটুয়াখালী)বাউফল প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বর্ণাঢ্য ও বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে আয়োজিত এ র‍্যালিতে হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি বাউফল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাগুজিপুল এলাকায় গিয়ে শেষ হয়। এতে দলীয় নেতা-কর্মী, সমর্থকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। পুরো কর্মসূচিকে ঘিরে বাউফল শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মহান বিজয়ের প্রকৃত অর্থ হলো একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে মানুষের মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত থাকবে।

তিনি আরও বলেন, দেশকে সব ধরনের আধিপত্যবাদ ও অন্যায় প্রভাব থেকে মুক্ত করতে হলে নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। ইসলামের বিজয়ই হবে পরিপূর্ণ বিজয়—আর এর মধ্য দিয়েই মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের প্রকৃত সার্থকতা অর্জিত হবে বলে তিনি মন্তব্য করেন।

আয়োজকদের মতে, এই বিজয় র‍্যালির মাধ্যমে বাউফলে মহান বিজয় দিবস উদযাপন নতুন মাত্রা পেয়েছে। একই সঙ্গে ড. শফিকুল ইসলাম মাসুদের রাজনৈতিক ও আদর্শিক বার্তা ব্যাপক মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে।