চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াতের প্রার্থী আবদুল মালেক চৌধুরী
- আপডেট: ০৭:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ১৮০০৩
মোঃ জাহাঙ্গীর আলম:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ ( হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল মালেক চৌধুরী। গতকাল ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম-৫ আসনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুবিন ও উপজেলা নির্বাচন অফিসার চসিক বায়েজিদ ১নং ও ২নং ওয়ার্ডের সহকারী রিটার্নিং অফিসার অরুন উদয় ত্রিপুরার কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সহসভাপতি হাটহাজারী উপজেলা সাবেক আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম, হাটহাজারী পৌরসভা আমির মাষ্টার মাহমুদুল করিম, পৌরসভা যুব বিভাগের সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসলাম মোরশেদ, ধলই ইউনিয়ন সেক্রেটারী মো. সেলিম উদ্দিন চৌধুরী, লাঙ্গলমোড়া ইউনিয়ন সেক্রেটারী রফিকুল ইসলাম, জামায়াত নেতা কাজী শফিউল্লাহ,ইয়াকুব আলী,মাসুদ জিলানী সহ নেতৃবৃন্দ।
























