যাত্রাবাড়ী থেকে ৪৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

- আপডেট: ০৯:৪৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গুলশান বিভাগের অভিযানায় যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন নাজমুল হাসান রবিন (৩৫) ও মো. তারিফুল ইসলাম রোমান (২০)।
রবিবার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রাস্তায় মাতুয়াইল এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিল। পুলিশের দাবি,এই ধরণের বড় মাদক কারবারি গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া।